নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির ফাঁসি










                       ফিরেদেখা  বাংলাদেশ



বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতসহ ফেনীতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ৫০ দিনের মাথায় দেয়া হয় মামলার চার্জশিট। আর ছয় মাসের মাথায় আজ ঘোষণা করা হয়েছে মামলার রায়।
নিজ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গত ৬ এপ্রিল নুসরাতের শরীরে আগুন দেয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় সে। ঘটনার পর ৮ এপ্রিল আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের ভাই নোমান। শুরুতে থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলা পিবিআইকে হস্তান্তর করা হয়।

প্রবাসীদের বিমানবন্দরে কোন রকম হয়রানি করা হলে কল করুন 01712207227 (RAB এর নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম

প্রবাসীদের বিমানবন্দরে কোন রকম হয়রানি করা হলে কল করুন 01712207227 (RAB এর নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম) অহেতুক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে বা অন্য কোথায় হয়রানির শিকার হলে প্রয়োজনিয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম। প্রবাসীদের আয়োজনে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রয়োজনে সরাসরি আমার মুঠোফোন নাম্বারে কল অথবা মেসেজের মাধ্যমে হয়রানির শিকার প্রবাসীরা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ওনি আরো বলেন আমাকে কল দিবেন। কল না ধরলে ম্যাসেজ দিয়ে রাখবেন। আমি পরদিন কল দিব বা তার পর দিন কল দিব। যে কোন সমস্যা হলে তা রেকর্ড করে রাখবেন। আমাকে দিবেন। আমি ব্যাবস্থা নিব।

এ দেশে কোনো আইন নেই, কোনো ন্যায়বিচার নেই, বললেন ভিপি নুর!

রাজনীতিঃ ডাকসুর ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্রলীগের স’ন্ত্রাসীরা আমার ওপরে ৮ বার হা’মলা করেছে, ডাকসুর ভিপি হওয়ার পরেও কয়েকবার হা’মলা করেছে,এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি। আমাকে পি’স্তল নিয়ে গু’লি করে হ’ত্যা করার হু’মকি দিয়েছে, তারপরে থানায় জি’ডি করতে গিয়েছি,পুলিশ আমার জি’ডি নেয়নি।এ দেশে কোনো আইন নেই, কোনো ন্যায়বিচার নেই।
ছাত্র সংগঠনগুলো আছে দেশনেত্রী নিয়ে, এটা কোনো ছাত্র রাজনীতি? ছাত্র রাজনীতির মধ্যে কতগুলো বাটপার আছে যারা জাতীয় নেতা। যে ছেলে হলে ছাত্রনেতা থাকা অবস্থায় ফাও খায় ও জাতীয় নেতা হয়ে দেশের কি উপকার করবে?সাংবাদিকরা বলেন, সম্প্রতি আবরারের যে ঘটনা ঘটেছে, এ ঘটনার পর দেশ জুড়ে একটা আলোচনা শুরু হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছে। আমরা দেখেছি যে, শুধু আবরারের ঘটনাই না ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় এই যে একধরনের দখলদারিত্ব, নি’র্যাতন এটা কিন্তু আগে থেকেই ছিল। এটা কেন হচ্ছে আপনে কি মনে করেন?

এ প্রশ্নের জবাবে নুর বলেন, আমরা লক্ষ্য করেছি, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তাদের একটা প্রবণতা থাকে যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণ করার। তখন তারা ছাত্র সংগঠনের মাধ্যমে এবং দলীয় আনুগত্য যারা খুব ভালোভাবে পালন করতে পারে সেরকম কিছু লোককে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য প্রশাসন হিসেবে নিয়োগ দেয়।

বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে মুন্সীগঞ্জে সভা

মুন্সীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ শে অক্টোবর ২০১৯ইং তারিখে ঢাকা আইনজীবী সমাবেশ সফল করার লক্ষে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে গনতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান এডভোকেট তৈমূর আলম খন্দকার। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি গনতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ভোটার বিহীন জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবী করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট তোতা মিয়ার সভাপতিত্বে এবং এডভোকেট মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনা সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট মো: আব্দুল হামিদ ভাসানী ভ’ইয়া,মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবী রোজিনা ইয়াসমিন,জাহাঙ্গীর হোসেন ঢালী,আসাদুজ্জামান ইকো,মো: হান্নান জুয়েল প্রমুখ।

রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার সময় ভারতীয় এক জেলেকে আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গো’লা’গুলির ঘটনা ঘটেছে। বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, এতে এক বিএসএফ সদস্যের মৃ;ত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক বিএসএফ সদস্য। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলার চারঘাট উপজেলায় বড়াল নদীতে পদ্মার মোহনায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি’র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এর আগে বিকেল ৩টার দিকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতীয় একজন জেলে তাদের কাছে আটক রয়েছে। বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। এরপর থেকে বিজিবির কোনো কর্মকর্তা ফোন ধরেননি।
সন্ধ্যা ৬টার দিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার সাংবাদিকদের জানান, বিকেল ৪টার বৈঠক একঘণ্টার জন্য পিছিয়ে দিয়েছে বিএসএফ। তাদের একজন জওয়ান মারা গেছে দাবি করে তারা একঘণ্টা বৈঠক পিছিয়ে দেয়। তবে তারা ৫টা ৪০ মিনিটে পতাকা বৈঠকে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।
চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যাওয়া হয়। দেখা যায় পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিন জন ভারতীয় জেলে ইলিশ মাছ শিকার করছেন। তাদের আটকের চেষ্টা করা হলে দু’জন পালিয়ে যান। আর প্রণব মন্ডল নামের একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে।
আরিফুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা এসেই গু’লি ছুঁড়তে শুরু করে। বিজিবিও এসময় আত্মরক্ষায় পাল্টা গু’লি করে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গু’লি বিনিময় হয় এসময়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে। প্রণব মন্ডলকে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়। জব্দ করা হয়েছে তার ইলিশ মাছ শিকারের জালও। এ বিষয়ে বিজিবি সদর দফতরে যোগাযোগ করা হলে গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. মহসিন রেজা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সারাবাংলাকে জানান, কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটির বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পৌনে ৭টার দিকে সারাবাংলাকে বলেন, আমি এমন একটি ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগু’লো দাবি করছে, জিরো পয়েন্টে বিজিবি’র গু’লিতে বিএসএফের হেড কনস্টেবল বিজয়ভান সিংহ মারা গেছেন। রাজবীর সিং নামে আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন।

ব্রেকিং নিউজ
ভারত সফরের জন্য টি টুয়েন্টির দল ঘোষণা ঽয়ছে
দলে ফিরেছেন আল আমিন এবং আরাফাত সানি


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যা’র প্রতিবাদ জানাচ্ছেন দেশের মানুষ। নানা পেশার মানুষ যার যার অবস্থান থেকে এ হ’ত্যা’র বিচার চাইছেন। সেই প্রতিবাদে শামিল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সেখানে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘এই ঘটনা আমাদের হৃদ’য়কে ব্যথিত করেছে। আল্লাহ আবরার ফাহাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও সহপাঠী সকলকে এই কঠিন মু’হূর্তে ‘ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন। সেইসাথে দোষীদের বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস প্রদান করেছেন তার উপরও আস্থা রয়েছে আমাদের।
আবরারযেখানে মেধার চর্চা হয় সেখানে প্রাণহরণ কখনই কাম্য হতে পারে না। এ ধরনের ঘটনা অ’নাকা’ঙ্খিত, অনভিপ্রেত ও হৃদয়বিদারক। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন ঘটনার পুন’রাবৃ’ত্তি না হয় এই ব্যাপারে সকলের সহযোগিতা ও সহমর্মিতা আশা করছি।’ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং এমন ম’র্মা’ন্তিক ঘটনার পুন’রাবৃত্তি না হয় তার জন্য সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষে’পও কামনা করছি।’

    মাদক  আমাদের  সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?  নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা গাজা সহ জলভ...