প্রিয়তমা...
তোমার কাছে আমার বলা শেষ কথা
কথার স্রোতে শাখাওয়াত
সুদর্শনা হৃদয়ে অদৃশ্য শুন্য ডাইরির পাতায়
অনেক অনেক কথা জমা হয়ে আছে !
কিন্তু কোন ভাষায় কীভাবে চিঠি লিখতে হয়
সেই ভাষা ও স্বার্পিক ব্যঞ্জনবর্ণগুলি ও আমার জানা নেই।
তার পরেও খাতা কলম হাতে নিয়ে লিখতে বসলাম।
অনেক বেশী তোমায় ভালোবাসি তাইতো আমি চাইনি তোমার জীবনে কোন কষ্ট থাক আমাকে নিয়ে এতোটাই নির্লজ্জভাবে আমি তোমাকে ভালোবাসি যে, তুমি আমাকে ঘৃণা করো "আর আমাকে ঘৃনা করাই তোমার জন্য ঠিক আমি মাঝেমধ্যে ভুলেই যাই তোমার জীবনের কথা তোমার ও একটা স্বপনো আছে নিজের মনের মাঝে তোমার প্রিয়ো মানুষটিকে নিয়ে আর এটা সবার জন্যই বিধাতা দিয়ে থাকে
নিজের মনের মানুষকে নিয়ে জীবন সংসার সাজানো আর জীবনে হয়তো অনেকই অনেক ভাবে তার মনের মানুষকে মনের ভাব প্রকাশ করে
আমিতো তোমার মতো বড় শিক্ষিত মানুষ হতে পারিনি, এটা আমার ব্যাথতা। আর এটাও তো ঠিক যে, সবাইকে নিয়ে ঘড়ঁ বাধাঁ যায়না
শিখিতো মানুষের একটা বিশেষ গুন থাকে অনেকই বলে শিক্ষিত মানুষের জুতার বাড়িঁ খাওয়া ভালো "তাতে সঠিক ভুলের বিচার পাওয়া
যায় আর অশিক্ষিত মানুষের সাথে কথা বলাই উচিত না "কারোন
অশিক্ষিত মানুষের কাছে কিছু যুক্তি থাকে ভুল বা উল্টা পাল্টা কথা দিয়ে সঠিককে ভুল প্রমান করা।
তাই অশিক্ষিত মানুষের সাথে কোন কথা না বলাই শ্রেয়ো এবং ভালো।
এবং একটি কথাও সঠিক? কেউ যদি কাউকে সত্যিকার ভালোবাসে
তাকে ছেড়েঁ যেতে পারে না! আমিও হয়তো তোমাকে দেখার পর থেকে তোমাকে পাবার যে লোভ পাপ দিনের পর দিন কোরে যাচ্ছি এটাও পাপ। এর শাস্তি যেন বিধাতা আমাকে এই পৃথিবীতেই দিয়ে দেয়!
আমি তোমার প্রতি অন্যায় কোরেছি, শুধু তাই নয় দিনের পরে দিন তোমাকে পাবার আসায় কতো কিছুই বলেছি এবং যারা জানে তারা ও হয়তো তোমাকে অনেক মিথ্যা বা শয়তানি করে টিচ কোরে অনেক কথাই বলেছে,
এর জন্য তুমি মনে কোন কষ্ট নিও না !
সব ভুলতো আমার কেন আমি তোমাকে দেখিয়ে ছিলাম ঐ স্বপ্ন গুলো "কারনে
আমি তোমাকে পাবার লোভ করেছিলাম বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তখন
এটা তোমার জীবনের সাজানো স্বপ্ন গুলোর মাঝে বিষ ঢেলে দিবে!
আমিতো বুঝতে পারিনি এটা তোমার হাসিঁ খুশী জীবনটাকে
নষ্ট করে দিতে পারে এবং তোমাকে অনেক বাজে প্রশ্ন কোরতে পারে
তোমার পরিবার বা কাছের বন্ধুরা !
জানি আমি এবং বুঝতে পারি এটা হয়তো তুমি নিরবে
কাউকে বোঝাতে পারোনি এবং অনেক কষ্ট পেয়েছো হৃদয়ের মাঝে !
এমনিতেই সুন্দরী মেয়েদের প্রতি মানুষের বাজে মন্তবের শেষ নেই
কারো সাথে কথা বল্লে "তারা খারাপ মাইন্ড করে বাজে কমেন্ট করে তাই তোমার অনেক হিসেব করে চলতে হয় তার মাঝে আমার এমন ঘটনা,
অনেকই
তোমাকে কষ্ট দিয়েছে মনেমনে খারাপ মাইন্ড করে তুমি আমাকে হয়তো কিছু বলতে পারোনি, তার কারনে হয়তো অনেক কষ্ট ও ঘৃনা বুকে জমা রেখেছো,
একটা কথা বিশ্বাস করো আমি তোমায় হৃদয়ের আপন কোরে মেনে নিয়েছি এবং কোন বিচার না করে তোমাকে ভালোবেসে যাচ্ছি !
সত্যিকার অর্থ কি দাড়াঁয় জানো ?
আমার ভালোবাসা অন্যায় পাপ তুমি আমাকে মাফ করনা প্রানের সখি "
আমি যে লোভ করেছিলাম তোমাকে ভালোবেসে তুমি অবশ্যই বিধাতার দরবারে
আমাকে খমা করোনা "তোমার জীবনের এই অপ্রত্যশাসিতো এই ঘটনার জন্য আমিই দায়ী আমি বুঝতে পারিনি এটা আমার ভালোবাসা না এটা পাপ এটা লোভ
এটাও তো ঠিক যে আমি অশিক্ষিত
আমাকে ভালোবাসো কখোনোই তোমার সামাজিক অবস্থান ও তোমার মান সম্মানের উপর
কতো বড় আঘাত করেছি সেটা বুঝতে পারি নাই,
অনেক কষ্ট স্বীকার করেছি নিজের মনের কষ্ট কাউকে বুঝাতে পারোনি,
কাউকে বলতে গিয়ে হয়েছো ছোট নিজের মনের মাঝে অনেক কষ্ট আছে ! তোমার বুকে জমা যে কষ্ট একজন নারী হিসেবে কারো কাছে বলা যায়না। কিন্তু দিনের পর দিন তুমি মেনে নিয়েছো সমাজ ও বাজে মানুষের বাজে মন্তবের ভয়ে, বিশ্বাস করো তুমি তোমার কোন ভুল নেই আর না কোন পাপ তুমি মনের গভীর থেকে
বিধাতার দরবারে আমাকে অভিশাপ দিও বিধাতা অবশ্যই তোমার ডাক শুনবে,
এবং তিলে তিলে আমাকে আঘাত করবে তোমার থেকে চার গুন বেশী। এটা সত্যিই যে মানুষ নিজের অবস্থান বিচার না করে আরেক জন কে তার নিজের লালোসার স্বীকার বানাতে চায় তার থেকে খারাপ মানুষ আর হতে পারেনা,
তুমি আমাকে খমা করোনা সখি বিধাতার কাছে বিচার দাও ! তিনি সঠিক
বিচারক তিনি অবশ্যই তোমার জীবনের এই খতির বিচার অবশ্যই করবে,
তুমি স্বাধীন আমি তোমার স্বাধীনতার উপর জুলুম করেছি নিজের স্বাথের জন্য !
আমি অনেক কালো মানুষ দেখতে খারাপ
অশিক্ষিত কারো সাথে প্রেম ভালোবাসা করি নাই তো
কোনদিন তোমার থেকে সুন্দর আমি জীবনে
আর কাউকে দেখিনাই তো তাই তোমাকে পাবার জন্য কতো কেদেঁছি বিধাতার কাছে কিন্তু বিধাতাতো সর্বশক্তিমান তিনি আমাকে সঠিক ভাবেই শাস্তি দিয়েছেন এবং বু্ঝিয়ে দিয়েছে লোভ করার শাস্তি কি যদি পারো খমা করে দিতে এই অবুঝ মনের মানুষটাকে তবে দিও আর না হয় আমার পাপের বিচার চেওয়ে এমন শাস্তি যেন আমাকে দেয়া হয় "পৃথিবীতে আমার মতো লোভি দৃষ্টিতে
যারা এই সমাজে তোমাদের মতো শিক্ষিত মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিতে চায় তারা যেনো মৃত্যুর আগে অবশ্যই এর শাস্তি পেয়ে যায় !
বিশ্বাস করো প্রানের সখি আমি তোমাকে নিয়ে জীবন সংসার সাজাতে চেয়েছিলাম।
একবার এর জন্য ভাবিনি তোমার ও প্রিয়োজন মনের মানুষ থাকতে পারে। শুধু নিজের চিন্তা করেছি তোমার জীবনের কথা ভাবিনাই
তোমার ও পরিবার আছে তাদের অনেক কষ্ট ও ঝড়ঁ বিপদ আপদে তোমাকে শিখিতো ও সামাজিক মরজাদা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে !
তাদের একটা স্বপ্ন আছে তাদের মেয়ে ও যদি তোমার ভাই থাকে তাদের
সবার একটা স্বপ্ন আছে ভালো শিক্ষিত সামাজিক মান সম্মান স্মপূর্ন একটা
ছেলের সাথে বিয়ে দিতে !
তুমি তাদের কে বলো যদি পারে আমাকে মাফ করে দিতে।
আমি শুধু তোমার কাছে নয় তাদের কাছেও অপোরাধী
তাদের বলো আমি তাদের কাছে পায়ে হাত দিয়ে খমা চাই। আমি বুঝতে পারিনাই এতে তাদের মনের মাঝে অনেক ঘৃনা আছে তাদের বলো
আমাকে যেনো অভিশাপ দেয় "পচেঁ পচেঁ যেন আমার মরন হয়
আর তুমি ও তোমার বন্ধুদের কাছে একটাই কথা?
আপনার ওকে খারপ ভাববেন না,
দোষ সববি আমার "আমি সত্যি বলতে যেটা বুঝি
আমার হয়তো মানুষিক প্রতিবন্ধী সমস্যা আছে !
যেটা স্বপ্ন দেখি সেটা সত্যি ভাবি নিজের অবস্থান বিবেচনা না করে
দিনের পর দিন তাকে নিয়ে স্বপ্ন দেখেছি এটা পাপ বুঝতেই পারি নাই।
ভেবেছি ওই সেই মানুষ যার সাথে আমার জন্ম জন্মানতরে সম্পরকো ছিলো ঐ সেই
যার জন্য আমার জন্মো হয়েছ সত্যিতো এটাই ওটা ভালোবাসা ছিলোনা ওটা আমার ভূল দারনা ছিলো আপনারা সবাই যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিবেন।
আমি খারাপ মানুষ এবং তার পরিচয় তো দেয়াই আছে, "তার কারোন আমি নিজের কথা ভেবে একটা মেয়েকে নিয়ে দিনের পরে দিন মিথ্যে স্বপ্ন দেখিয়েছি এবং তাকে অনেক মানুষিক হয়রানি করেছি এটা পাপ এর শাস্তি বিধাতা আমাকে অবশ্যই দিবেন !
তুমি নিশ্চিত থাকো তোমার উপর আমি যে অন্যায় ও অবিচার করেছি এর শাস্তি অবশ্যই বিধাতা আমাকে দেবেন। তুমি নিশ্চিত থাকো বিধাতা অবশ্যই তোমার দোয়া কবুল করে নিবেন। আমাকে তুমি ক্ষমা করোনা সখি, আমি তোমার জীবনের কলংকিতো অধ্যায় ! এটা সত্যি আমি তোমাকে ভালোবাসি কেন বাসি জানিনা "
আমি ফিরেয়ে দিতে পারবো না তোমার সেই সময় গুলো !
তুমি আমাকে ক্ষমা করোনা সখি অভিশাপ দিও আমাকে !
আমি একদিন ধীরেধীরে রাস্তার পাগল হয়ে পচেঁ পচেঁ মরবো এটা যে বিধির বিধান সখি !
এই পৃথিবীতে সব মানুষ তার কর্মের ফল পাবেই "আমিও পাবো আমিতো তোমাকে অনেক হয়রানি করেছি বিক্ত করেছি
তোমায় মনেমনে আপন ভেবেছি তোমার ইচ্ছের বিরুদে ! কি করবো বলো আমার
মনে হয় আমি সত্যিই মানুষিক প্রতিবন্ধী আর মাথায় কোন সমস্যা আছে,
না হলে ভালো কোন সুস্থ মানুষ এমন করে নাকি ?
আমি করুনা চাইনা ! প্রোয়োজনে মানুষের
সমাজে বাস যদি নাইবা করতে পারি তাহলে নিঝুম নিবাস তৈরি করবো নিজের হাতে ! তবুও কারো করুনার মায়া চাইনা আমার বিধাতা যদি সত্যিই থেকে থাকে
না তুমি অনেক সুখী হবে "এই দোয়া আমি যতো দিন
সুস্থ থাকবো ততো দিন অবশ্যই করবো, লোভবি বলো আর যাই বলো তোমায়
খুব দেখতে ইচ্ছা করে এবং অনেক কথা বলতে মনচায় !
কাকে বলবো আমার কথা কেইবা করবে বিশ্বাস বলো !
তুমিতো আমাকে ভুলতে পারোনি আমি জানি যতো ঘৃণা আছে তোমার করো আমাকে
এটাই যে আমার ভালোবাসার উপহার !
বিধাতাকে বলার বা চাওয়ার কিছুই নাই আমার একটা চাওয়া আছে এখন বাকি আমি পাগল হয়ে যাবার আগে যেন আমাকে ঐ পারে নিয়ে যায় !
যখন আমি মানুষিক ভারসাম্যহীনতা হারিয়ে ফেলবো
আমার বাবা, মা, ভাই, বোনের অনেক সমস্যার সমমুখীন হতে হবে। আমি চাইনা
আমার পাপের শাস্তি তারা পাক। আজ থেকে আমি বলবো বিধাতাকে আমাকে
এতো বড় শাস্তি যেনো না দেন ! বিধি আমি যেন তার আগেই ঐ পারে যেতে পারি আমার আর কিছুই পাবার নেই সববি তো পেয়েছি।
মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা " পরি পূণো আমার জীবন।
সব চাওয়া তো আর পিথিবীতে পূরন হয়না !
আমি ও না হয় নাইবা পেলাম হৃদয়ের মানুষের ভালোবাসা।
কষ্ট কি.... আমার কোন কষ্ট নাই সববি পেয়েছি প্রেম বাকি ছিলো সেটাও তো পেয়েছি
যদিও স্বপ্ন তবে এটাই স্যতি.... ভালো থেকো তুমি..!......
আবার আশিবে ফিরে
এই পৃথীবি নামক স্থান জুরে
হয় তো বা শাখাওয়াত নামের উৎসবরে ভিরে
মানুষ জীবনে কত আশাই না করে
কিন্তু সব কি আর হয়।
তেমনি করে সব সুখ সবার কপালে সয়না
আমার কপালেও সয়নি
তোমার দেয়া খনিকের
ভালোবাসার সুখ !
ইতি --- শাখাওয়াত হোসাইন { শান্ত }