অবহেলা..... কথার স্রোতে শাখাওয়াত




     

 
 
           
     

                         অবহেল
               কথার স্রোতে শাখাওয়াত


আমার পৃথীবির সবটা জুরে আছো তুমি....... হে   প্রিয়তমা

তোমাকে ভালোবাসে কেউ একজন  প্রতিনিয়ত বলে যাচ্ছে কেমন আছো তুমি...?
কি করছো, খেয়েছো কি না এই রকম কথা বার্তা তোমার প্রতিনিয়ত  খোজ রাখছে।
কেয়ার করছে কিন্তু তুমি তার মূল্য দিলে না,, অবহেলা করে যাচ্ছো, 
শত ব্যস্ততার মাঝেও কেউ একজন তোমাকে এই ভাবে খোঁজ রাখছে অথচ এতে তোমার কিছু যায় আশে না।
অবহেলা করেই যাচ্ছো,  তোমার  অবহেলা পেয়ে মানুষটা খুব কষ্ট পাবে তা তুমি ভাবনী।
প্রতি রাতে কেদেঁ কেদেঁ চোখ লাল করবে তবুও তোমার খোঁজ রাখছে প্রতিনিয়ত,
তুমি হয়তো ভাববে যে এতো কষ্ট দেওয়ার পরেও আমাকে ভুলেনি।
 না জানি আমাকে কতটা ভালোবাসে,
আর হে এইটা আসলেই সত্যি  আমি তাকে অনেক ভালোবাসি আর এই দুর্বলতা  পেয়ে
 তুমি প্রতিনিয়ত অবহেলা করেই যাচ্ছো আমাকে,
একদিন, দুইদিন, মাস,বছর।
তার পর সে তোমার খোঁজ আর রাখছে না তোমার মোবাইল ফোনে তার  কোন মেসেজিং  নাই।
 কোনে কল নাই, তুমি হয়তো অবাক হয়ে যাবে, ভাববে কি ব্যাপার তার  কোন খবর নাই কেন...?
হয়তো তোমার মন খারাপ হয়ে যাবে।
তুমি  হয়তো ব্যাস্ত হয়ে পরবে তার খবর নেয়ার জন্য। অবশেষে জানতে পারবে
 যে মানুষটা রাতের পর রাত তোমার জন্য কেদেঁ চোখগুলো লাল করে ফেলতো
সে এখন আর গভীর  ঘুমে মগ্ন, যে মানুষটা তার সবকিছু বাদদিয়ে প্রতি মূহুর্তে তোমার  খোঁজ  রাখতো
সে এখন তার বন্ধের সাথে  ফুল মাস্তিতে  আছে।
যে মানুষটা তিন বেলা খাওয়ার  সময় জানতে চাইতে,  তুমি খেয়েছো কি না জানতে চাইতো।
আর এখন সে নিজে খেয়েই টুপ করে ঘুমিয়ে পরছে।
ঠিক সেই মুহুতেই তুমি তার  অভাবটা বুঝতে পারবে,
 তোমার প্রতি তার যে কোয়ারটুকু মুল্যটা বুঝতে পারবে ঠিক তখনই মনে হবে
মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলো,
তখন ইচ্ছা করলেও ফিরিয়ে  আনতে !
মনে মনে খুব চাইবে সে যেন আগের মত
 তোমাকে কেয়ার করে,
 কিন্তু তখন তুমি তাকে আর পাবে না,
সে আর ফিরে আসবে না কারন ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
 তুমি অনেক দেরি করে ফেলেছো,
অবহেলা খুব খারাপ একটা জিনিষ,  অবহেলার যন্তন্টা খুব তীব্র !
  কেউ সেই যন্তনা পেতে চায়না,
তোমার বাসার যে কবুতর গুলো কে একটু অবহেলা করে দেখো,
 দেখবে তোমার বাসায় আর আসবে না.... হারিয়ে যাবে.............!
আর আমি তো  মানুষ
পৃথীবিতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে কেউ একজন
তোমার কেয়ার করছে,খুজ রাকছে।
এটা কোনে সাধারণ ব্যাপার  না,
এটা অনেক ভাগ্যের বিষয়,  তাই কখনো কারো অবহেলা করো না।
কারো কেয়ারকে তুচ্ছ মনে করো না,
 মনে রেখ কেয়ারের মূল্য তখনই বুঝবে পারবে......
যখন কেয়ার করার কেউ থাকবে না......
কেউ না...... !!!
আমি যখন থাকবো না তখন তুমি বুজবে 
কেমন ভালোবাসতাম হয় তো তখন বুজবে
এখন আমি পাগল পিছু ডাকি বার বার
বুজোনা ভালোবাসা আমার
আমার প্রেম কংল্ক দেয় সে তোমার প্রথম ভূল,
তাই বেদনার ছায়া হয়ে আমার জীবনে আজ শুধু তুমি...!!

No comments:

Post a Comment

    মাদক  আমাদের  সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?  নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা গাজা সহ জলভ...