মধ্যবিওের প্রেম
গল্পের চরিত্রে –
দুজন নব দম্পতি
কথার স্রোতে শাখাওয়াত
ভালোবাসার মানুষকে আপন করে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। বিয়ের পর একটা ছোট্ট সংসার আর দুটো মানুষের সীমিত সামর্থ্যের মাঝেই অসীম সুখকে খুঁজে চলতে থাকা নিয়েই আমাদের মধ্যবিত্তের প্রেমের গল্পও......
দুটো সাদা পায়রাকে সাথে করে আমাদের ভালোবাসার ছোট্র সংসার।
পুরুষজাতি বরাবরই ঘুম পাগুল আমিও তার ব্যতিক্রম নই মোবাইলে এলাম যে কত বার বাযে বাযে ক্লান্তা হয়ে যায় তা শুধু আমার সহদরমনিই জানে।
বিবাহিত পুরুষেরর ঘুম এলামের ভাংগে না বউয়ের বিরিত্তকর ঝাজরার শব্দে ভাংঈে।
অফিসে যাবার সময় শাটটা পরে যদি কখনে দেখি একটা বোতাম ছাড়া ও তখন ওই অবস্থায় শাটের বোতাম সুই সুতা দিয়ে বাদায় করে দিবে।
আর আমি তখন ওর দিকে তাকিয়ে থাকি একটু অনুভবকরি কতটা আবেগ যে লুকিয়ে যে আছেএই ছোট্র যন্তটাতে..........
মা এবং বউ এই দুটো মানুষই জানবে যে আপনি কতটুকু খাবার খাবেন
তাদের বলতে হয় না যে খাবার কমদিও কিংবা বাড়িয়ে দিও।
প্রারাই সময় আমি খাবারের বক্রটানিতে ভুলে যাই কখনো ইচ্ছে না করে আবার কখনো কখনো ইচ্ছে করে কারন ওর মুখে ঐ কথাটা শুনতে ভীষন ভালোলাগে
প্রতিদিন তুমি এইটা কেন ভুলে যাও...??
বাইরের খাবার খাওয়ার অনেক শখ তোমার না..??
ও যখন মাটির ব্যাংকে টাকাং জমা রাখে আমি ওর চোখে মুখে স্বপ্ন পূরনের উচ্ছাস দেখতে পাই সংসার থেকে একটু একটু করে টাকা বাচিয়ে হয়তো আরোও একটা শখ পূরন করবে বলে।
বেলি ফুলের মালা ভীষন প্রিয় তার অফিস থেকে আশার সময় প্রয় ওর জন্য বেলি ফুলের মালা নিয়ে আসি ও যখন চুলে বাধে আমার কাছে তা প্রতিটাদিন নতুন নতুন মনে হয়।
১৫ টাকা দিয়ে কেনা মালাটা কখণো কখনো কোটি টাকার দামি গিফটকেও হার মানিয়ে দিবে
শুক্রবারের সকালটা শুধু আমাদের কি পেয়েছি কি পাবো তা হিসাব করি না করে কি আছে আমাদের তা নিয়েই শুখ বিলাসী আমরা
বাসে করে কোথাও যাবার সময় যদি দুজনের সিট না পাই ও কি করে সবসময় আমার হাতটা ধরে রাখবে আমি ওর স্পশের বুজি ও যে বসে আছে তবুও খুশি নয় কারন আমি যে দারিয়ে।
ফুচকা আর ঝালমুড়ি দেখলে ওর ছেলেমানুষী জেগে উঠে
আমি মাঝে মাঝে ভাবি
যে মানুষটা সংসারেরর ক্ষেত্রে বড়দের মত সবকিছু সামলে নেয় সে আবার ছেলেমানুষী হয়ে উঠে কি করে...???
আর চুরি দেখলেই কিনে পরিয়ে দেওয়ার বায়না দরবে
টি এস সি গেলেই ওর ফুচকা খেতে হবে
একটা সময় ফুচকা খুব পছন্দ ছিলো না পাগলীটা আমাকেও ওর একটা ফুচকা খাওয়ার সজ্ঞী বানিয়ে নিয়েছে শহরে নিউ মারকেট কিছু কিনতে গেলে গহনার দেকান গুলোর দিকে ওর চেখ গেলে ও ফিরিয়ে নেয়
আমি পারি না মনে মনে ভাবি একদিন ওর পছন্দের গহনাটা কিনেদিতে পারতাম তারপর ও আমাকে টেনে অন্যদিকে নিয়ে যায়।
এই সময়টা যে আমার কেমন লাকছে তা বুজাতে পারবো না
সত্যিকারেরর ভালোবাসায় কোনে চাহিদা থাকে না যতটুকু আছে ততটুকুতেই সুখ খুজে নেয়
এটাই হলো মধ্যবিওের প্রেম
বাকি অংশ পেতে আমাদের সাথে থাকুন।